জাতীয়

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের পর্ষদ সভায় অর্থনৈতিক সংকটময় অবস্থা, বন্যা পরিস্থিতিসহ দেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, এই টাকার ২২ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এবং এক কোটি টাকা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আগস্ট মাসের একদিনের মূল বেতন হতে দেওয়া হচ্ছে।

এ তহবিল থেকে জুলাই-২০২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহতদের সাহায্যে গঠিত ফাউন্ডেশনে পাঁচ কোটি টাকা দেওয়া হবে বলেও পর্ষদে সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d