জাতীয়

প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাচ্ছেন সহকারী শিক্ষকরা

দীর্ঘদিন পর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতির জট খুলেছে। এখন প্রাথমিকের সহকারী শিক্ষকরা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হচ্ছেন। আগে এই পদোন্নতি দীর্ঘদিন বন্ধ ছিল। ফলে অনেকেই প্রাথমিকে চাকরিতে এসেও পদোন্নতিতে নানা ধরনের প্রতিবন্ধকতা থাকায় তারা প্রাথমিকে স্থায়ীভাবে চাকরি করতে চাইতেন না। এ কারণে অনেক সময়েই দেখা যেত প্রাথমিকে শিক্ষকের একটা সঙ্কট লেগেই থাকত। তবে এখন থেকে সহকারী শিক্ষকরা পর্যায়ক্রমে ধাপে ধাপে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এ দিকে গত কয়েক মাসের পরিসংখ্যানে দেখা গেছে প্রাথমিকে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়েছেন প্রায় ৪৫০ শিক্ষক। গতকাল মঙ্গলবারও ৭৩ জন সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে ৯ অক্টোবর সহকারী থেকে প্রধান শিক্ষকের পদে পদোন্নতি পেয়েছেন ১৬৫ জন।

এর আরো দুই মাস আগে ৩ আগস্ট পদোন্নতি পেয়েছেন ২০১ জন। সব মিলিয়ে গত আড়াই মাসে পদোন্নতি পেয়েছেন ৪৩৯ সহকারী শিক্ষক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র মতে সর্বশেষ মঙ্গলবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে ৭৩ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। গত সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব কবির উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়। এতে বলা হয়, মনোহরদী উপজেলার ৭৩ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া হলো। পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষকদের আগামী ২৩ অক্টোবরের মধ্যে নরসিংদী জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে যোগদান করতে হবে।
এ তারিখের মধ্যে কেউ যোগাযোগে ব্যর্থ হলে তিনি পদোন্নতি যোগ্য নন বলে বিবেচিত হবেন। একইসাথে পদোন্নতির আদেশ বাতিল হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d