প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষকে ভালোবাসেন: কুজেন্দ্র লাল ত্রিপুরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতা ও রাজনৈতিক দূরদর্শিতায় দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষরা আজ বিদ্যুতের আলোয় আলোকিত। উন্নত হয়েছে প্রত্যন্ত এলাকার মানুষদের যোগাযোগ ব্যবস্থা। এর ফলে সমৃদ্ধি এসেছে গ্রামীণ কৃষি ও অর্থনীতিতে। খাগড়াছড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।
কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেছিলেন বলেই এখন পাহাড়ের বাঁকে বাঁকে শান্তির সুবাতাস বইছে। তিনি পাহাড়ের মানুষকে ভালোবাসেন বলেই এই অঞ্চলের উন্নয়ন আজ দৃশ্যমান।
শুক্রবার দুপুরে ভাইবোন ছড়া ইউনিয়নের বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় সমাবেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, বিদুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকারসহ পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় ২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে মডেল মার্কেট ভবন, বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন, ২ কোটি টাকা ব্যয়ে পেরাছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুত সঞ্চালন লাইন উদ্বোধন এবং হরিকুঞ্জ পাড়া ব্রীজ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।