রাজনীতি

প্রধানমন্ত্রীর মেগা প্রকল্পে চট্টগ্রাম বদলে গেছে

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর মেগা প্রকল্পে চট্টগ্রাম বদলে গেছে। নগরে একাধিক ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রিং রোড, লিংক রোড, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলে বদলে দিয়েছেন চট্টগ্রামকে। বদলে যাওয়ার এ ধারাবাহিকতা রক্ষা করতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর কোন বিকল্প নেই। কর্ণফুলীর জনসভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে চট্টগ্রামবাসী জানান দেবে নৌকার বিজয় সুনিশ্চিত।

মঙ্গলবার (২৪ অক্টোবর ) সকাল ১১ টায় বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোমান আল মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশের মর্যাদাকে অনন্য উচ্চতায় আসীন করেছেন। তাঁর হাতেই দেশ নিরাপদ। কোন অপপ্রচারে মানুষ আর বিভ্রান্ত হবেনা। বিএনপি-জামাতকে আর মানুষ বিশ্বাস করেনা। দেশের মানুষ শেখ হাসিনা’র উন্নয়নের ধারায় ঐক্যবদ্ধ হয়েছেন। কোন অপশক্তি দেশের এই উন্নয়নকে থামাতে পারবেনা। ডিজিটাল বাংলাদেশের সফল পথপরিক্রমায় ২০৪১ সালের মধ্যে মেধা ভিত্তিক স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, শফিউল আলম, এস এম জাকারিয়া,আবুল মোকারম, আব্দুল মান্নান রানা, জমির উদ্দিন, রিদুয়ানুল হক টিপু, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম,আব্দুল্লাহ হারুন রিপন, আব্দুল্লাহ আল নোমান, অধ্যাপক আবু নঈম চৌধুরী, একরামুল হক মুন্না, তারেক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d