প্রয়োজনের তুলনায় বেশি কিনলে জিনিসের দাম বাড়বে: কৃষিমন্ত্রী
প্রয়োজনীয় ২ কেজির জায়গায় ১০ কেজি কিনলে বাজারে জিনিসপত্রের দাম বাড়বে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ। এক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদিপুইয়ের সাথে সোমবার (১১ মার্চ) সচিবালয়ে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
বাজারে মুড়ির দাম বৃদ্ধির প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, বেশি মুড়ি না খেয়ে কম খেতে হবে। বাজার তদারকি করা হচ্ছে। যারা মজুদদারি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ফরাসি রাষ্ট্রদূতের সাথে বৈঠকের বিষয়ে আব্দুস শহীদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ১ বিলিয়ন ইউরো সহায়তা করবে ফ্রান্স। কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যা সহায়ক হবে। সিলেট এলাকায় প্রবাসীদের যেসব অনাবাদি জমি আছে, তা উৎপাদনের আওতায় আনা হবে।