ফিফা র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ
ফিফার নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল দল ১৮৯ থেকে এগিয়ে এখন ১৮৩তম। বাংলাদেশের ১৮.৩৭ রেটিং পয়েন্ট বেড়েছে।
২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় বাংলাদেশ। ফলে প্রভাব পড়েছে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে।
এবার র্যাঙ্কিংয়ে আগের মতই শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ৯.৮৮ রেটিং পয়েন্ট বেড়েছে মেসি বাহিনীর। দুইয়ে আছে ফ্রান্স। ফ্রান্সের ১২.৩৫ পয়েন্ট বেড়েছে। তৃতীয় স্থানে আছে ব্রাজিল। এরপর যথাক্রমে ইংল্যান্ড, বেলজিয়াম, পর্তুগাল চার, পাঁচ ও ছয়ে। সপ্তম ও অষ্টম অবস্থানে নেদারল্যান্ডস ও স্পেন। ইতালির অবস্থান নবম এবং ক্রোয়েশিয়া রয়েছে ১০-এ।