ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ
ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে এবং আল আকসা মসজিদের পবিত্রতা রক্ষার দাবিতে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে রামগড় সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর জুমার নামাজ শেষে রামগড় পুলিশ বক্স চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে রামগড় বাজারে এসে শেষ হয়।
সমাবেশে মাওলানা এরশাদ উল্ল্যাহর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলের রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক।
এ সময় বক্তব্য দেন মাওলনা আব্দুল হাই নিজামী, রামগড় উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের , পৌর কাউন্সিলর আহসান উল্লাহ, মাওলানা আব্দুল হক, মাওলানা মুফতি মীর হোসাইন, মাওলানা আক্তার হোসেন জিহাদী ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘সারা বিশ্বের মুসলিমগণ ইসরায়েলের এই নির্যাতন অবশ্যই প্রতিহত করবে। প্রতিটি শান্তিকামী মানুষ ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছে এবং থাকবে। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পক্ষে ছিল, আছে এবং থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে ছিলেন। প্রধানমন্ত্রীও বলেছেন, বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে আছে, থাকবে। এ মুহূর্তে আমাদের সরকারের কাছে দাবি সংসদে ইসরায়েলের পক্ষে নিন্দা প্রস্তাব আনুন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের দুঃশাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন।’