চট্টগ্রাম

বর্জ্যাগার স্থাপনের প্রতিবাদে ফতেয়াবাদে সমাবেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফতেয়াবাদ সন্দ্বীপ কলোনিতে বর্জ্যাগার স্থাপনের বিরুদ্ধে সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১১ অক্টোবর) বিকালে ফতেয়াবাদ সিটি করপোরেশন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ দাবি জানান।

অবিলম্বে তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশে। স্থানীয় নাগরিক সমাজ এ সমাবেশের আয়োজন করে।

সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে এবং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমদের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্য বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আলী আরশাদ চৌধুরী, দক্ষিণ পাহাড়তলী বসতভিটা রক্ষা কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম, গাজী ইউসুফ, মো. নজরুল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সন্দ্বীপ কলোনির উত্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিদ্যা ইনস্টিটিউট, দক্ষিণে চট্টগ্রাম সেনানিবাস। এখানে বর্জ্যাগার স্থাপন হলে এলাকার পরিবেশ দূষিত হবে। পাশাপাশি পুরো চট্টগ্রাম শহরের বর্জ্যাগার শহরের একপ্রান্তে দক্ষিণ পাহাড়তলীতে পরিবহণের সময় সড়কে অস্বস্তিতে থাকবেন যাত্রীরা।

চসিক দক্ষিণ পাহাড়তলীর সন্দ্বীপ কলোনিতে বর্জ্যাগার স্থাপনের জন্য গত মাসে পাঁচ একর ভূমি ক্রয় করে। ক্রয় করা হবে আরও ৪৫ একর। নগরের ৪১ ওয়ার্ডে দৈনিক ৩ হাজার টন বর্জ্য উৎপাদিত হয়। এর মধ্যে ১ হাজার ৮৩০ টন গৃহস্থালি, ৫১০ টন সড়ক ও অবকাঠামোগত এবং ৬৬০ টন মেডিকেল বর্জ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d