জাতীয়

‘বর্ষাকালে মুরগি একটু কম ডিম পাড়ে’

বর্ষাকালে মুরগি এমনিতে একটু কম ডিম পাড়ে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিমের বাজার অস্থির হওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে গণভবনে হওয়া এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এই ডিমের দাম নিয়েও চিৎকার। এরপর যখন বললাম, আমদানি করব, আমদানি আর করা লাগেনি। তার আগেই গেলো দাম কমে। এখন আবার আলুর দাম বৃদ্ধিতে বাণিজ্যমন্ত্রী বলছে যে, আলুও আমরা আমদানি করব। পচাবে তারপরও দাম কমাবে না। এটা তো ঠিক না। সেজন্য আমি বলেছি, দোকানে দোকানে না, যারা এগুলো মজুত করে তাদেরকে ধরতে হবে। ইতোমধ্যে সেই নির্দও দেয়া হয়েছে এবং সেটাই করা হচ্ছে বলে জানান সরকার প্রধান।

শেখ হাসিনা আরও বলেন, মাত্র ১৪ বছরের দেশের অভূতপূর্ব যে উনয়ন ও পরিবর্তন হয়েছে তা দৃশ্যমান। সব উন্নয়ন পরিকল্পনা মাফিক করেছি। তৃণমূলের যে পরিবর্তন হয়েছে তা আপনারা নিজের দেখে আসেন। কাজেই কে চোখ রাঙ্গালো, কে বাঁকালো তাদের পরোয়া করার সময় নেই আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d