বাঁশ দিয়ে ‘ঝুঁকি নিয়ে রাস্তাপার’ ঠেকানোর চেষ্টা
চট্টগ্রাম নগরের মুরাদপুরের সড়কের একপাশে আপাতত বাঁশ বেঁধে ঝুঁকিপূর্ণ পথচারী পারাপার ঠেকানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ‘পা বাড়ালেই হাঁটাসেতু, তবু ঝুঁকিপূর্ণ রাস্তাপার’ শিরোনামে সিভয়েস২৪-এ প্রতিবেদন প্রকাশের জেরে সেখানে আপাতত বাঁশের বেষ্টনী লাগিয়েছে সংস্থাটি।
এরআগে, লোহার নিরাপত্তা বেষ্টনী না থাকায় হাঁটাসেতু (ফুটওভার ব্রিজ) ব্যবহার না করে ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হচ্ছিলেন পথচারীরা। শিগগির ঠিকাদার প্রতিষ্ঠান লোহার গ্রিল লাগিয়ে পুরো সংস্কার কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গেছে, আইল্যান্ডের একপাশে খোলা থাকলেও অন্যপাশে (অক্সিজেন অংশ) লোহার গ্রিল এবং বাঁশ জোড়া লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যাতে সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পার না হয়ে ফুটওভার ব্রিজ ব্যবহার করে। এক পাশ খোলা থাকায় পথচারীরা রাস্তা পার হওয়ার চেষ্টা করলেও অন্যপাশে বাঁশের বাঁধায় ফিরে আসছেন ফুটওভার ব্রিজে। যদিও অনেকে বাঁশের বেষ্টনীতে ফাঁকে বের হয়ে আসছেন, আবার কেউ কেউ বেষ্টনী টপকে চলে যাচ্ছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী বলেন, ‘সিভয়েস২৪’এ সংবাদ প্রকাশের পরপরই চসিকের নগর পরিকল্পনাবিদ কর্মকর্তাকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরই তিনি আপাতত কিছু অংশ বাঁশ এবং কিছু অংশ লোহার গ্রিল দিয়ে বন্ধ করে দিয়েছেন। যদিও একপাশ খোলা আছে; সেটিসহ উভয় পাশ দিয়ে যাতে সাধারণ মানুষ যেতে না পারেন সেভাবে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘এগুলো সব রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের, তাদের সঙ্গে কথা হয়েছে শিগগিরই এটি ঠিক করবেন বলে তাঁরা জানিয়েছেন।’