চট্টগ্রামবাঁশখালী

বাঁশখালীতে দুই ইট ভাটাকে জরিমানা

বাঁশখালীতে কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটায় দুই ইট ভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাহারচড়া ইউনিয়নের ইলশা গ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ২টি ইট ভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে তিন ফসলি জমির মাটি ব্যবহার এবং কাঠ পোড়ানোর অপরাধে এম.বি.এম ব্রিকসকে ৪ লাখ টাকা এবং খাজা আজমির ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা করেন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল খালেক পাটোয়ারী ।

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ও কৃষি জমির মাটি কাটা আইন( নিয়ন্ত্রণ) ২০১৩ অনুযায়ী ২টি ইট ভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d