চট্টগ্রাম

বায়েজিদে দুর্বৃত্তের গুলিতে আ. লীগের দুই নেতা নিহত

চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের দুই সমর্থক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকার অক্সিজেন-কুয়াইশ সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)। মাসুদ হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকার মোহাম্মদ রফিকের ছেলে এবং আনিস একই এলাকার মৃত ইসহাকের ছেলে। চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এসব তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ৮টার দিকে অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন মাসুদ ও আনিস। নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুজন মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান আনিস। মাসুদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

স্থানীয় সূত্র জানায়, মাসুদ ও আনিস আওয়ামী লীগের সমর্থক ছিলেন। তারা হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘গুলিতে ঘটনাস্থলেই মারা যান আনিস। হাসপাতালে নেওয়ার পর মাসুদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থলে হাটহাজারী, বায়েজিদ বোস্তামী থানা পুলিশ রয়েছে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। কারা ঘটনায় জড়িত, খুঁজে বের করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d