বিএনপি একটি সন্ত্রাসী দল: বরিশালে শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ করে রেলে আগুন দিয়ে মা-সন্তানকে পুড়িয়েছে। বাসে আগুন দিয়েছে। আমি ধিক্কার জানাই তাঁদের। বিএনপি একটি সন্ত্রাসী দল। তাঁদের কি মানুষ চায়? তাঁদের দোসর যুদ্ধাপরাধীরা। তাঁরা নির্বাচন বানচাল করতে চায়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় বরিশালের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমরা সরকার বিক্রি করতে চাইনি। খালেদা জিয়া মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলেন। এই বরিশালে তাঁরা কত মানুষকে হত্যা করেছে। তাঁরা বাংলাদেশকে সন্ত্রাস জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করে। আর এখন বাংলাদেশ বদলে যাওয়া দেশ।
প্রায় ২৫ মিনিট বক্তব্য দেওয়াকালে প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি এ অঞ্চলের ২১ আসনের প্রার্থীকে জনগণের কাছে পরিচয় করিয়ে দেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যকালে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক, মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পাশেই ছিলেন।
প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে বোন শেখ রেহানা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন।