বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শেষ দিনে রাজধানীতে বাড়ছে যানজট
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শেষদিনে রাজধানীতে বেড়েছে যানবাহনের চাপ। কোথাও কোথাও তৈরি হয়েছে স্বল্প সময়ের যানজট।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে রাজধানীর উত্তরায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া খিলক্ষেতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
বাংলামোটর, খিলগাঁও, সায়েন্সল্যাবসহ কয়েকটি এলাকায় ঝটিকা মিছিল করে অবরোধ সমর্থকরা। তবে আজও ছেড়ে যায়নি দূরপাল্লার রুটের বেশিরভাগ বাস।
যানবাহন নির্বিঘ্নে চলতে রাজধানীর প্রায় সব পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে বিজিবি ও র্যাব সদস্যরা। এখনও তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। নেই নেতাকর্মীদের আনাগোনা।