বিকেলের মধ্যে স্বাভাবিক হচ্ছে চট্টগ্রামে গ্যাসের সরবরাহ
কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনাল আংশিকভাবে চালু হয়েছে। ফলে চট্টগ্রামে সামান্য গ্যাস সরবরাহ শুরু হয়েছে। কেজিডিসিএল কর্তৃপক্ষ বলছে—আমরা আশা করছি, নগরে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে বিকেল ৩টার মধ্যেই।
শনিবার (২০ জানুয়ারি) সকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) আমিনুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা আশা করছি আজ বিকেল ৩টার মধ্যে পুরো নগরীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।’
প্রসঙ্গত, এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে টার্মিনালটি বন্ধ করে দেওয়া হয়। এতে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল শুক্রবার সড়কে সিএনজিচালিত গণপরিবহন, অটোরিকশা চলাচল করেনি। অল্পসংখ্যক গাড়ি সড়কে থাকলেও সেগুলো অতিরিক্ত ভাড়া আদায় করেছে। অন্যদিকে আবাসিক ভবনে গ্যাস না থাকার ফলে খাবার হোটেলে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
এদিকে আগে থেকে গ্যাস সংকটে থাকা দেশের বিভিন্ন অঞ্চলে সংকট আরও বেড়ে যায়। এলএনজি টার্মিনালের কিছু অংশ চালু হলেও পূর্ণ ক্ষমতায় চালু হতে সময় লাগবে বলে জানা গেছে।