বিজিপি সদস্যদের ফেরাতে জাহাজ পাঠাচ্ছে মিয়ানমার
মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের ফেরাতে জাহাজ পাঠাচ্ছে দেশটি। দ্রুতই জাহাজটির রুট চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র সেহেলী সাবরিন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। বললেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে গতকাল বুধবার বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এ দফায় আসা বিজিপিসহ সকলকে দ্রুতই ফিরিয়ে নেয়ার আশ্বাস দেয়া হয় বৈঠকে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র আরও বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বাংলাদেশিদের মৃত্যুর বিষয়ে ক্ষতিপূরণ চাওয়ার বিষয়টি পর্যালোচনা করছে সরকার। আর বিজিপি সদস্যদের আশ্রয় দেয়ার সাথে রোহিঙ্গা ঢলের কোনো সম্পর্ক নেই।
প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের যুদ্ধে সপ্তাহখানেকের মধ্যে দেশটির অন্তত ৩২৮ জন বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের মধ্যে বিজিপির সদস্য এবং তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। বাংলাদেশে প্রবেশের পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে রেখেছে বলে জানা গেছে।