আন্তর্জাতিক

বিদ্যুৎ সংকটে গাজার হাসপাতাল, মৃত্যুঝুঁকিতে রোগীরা

বিদ্যুৎ সংকটে গাজার আল-আকসা হাসপাতালে যেন অন্ধকার নেমে এসেছে। উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর এল-বালাহ শহরের হাসপাতালটি ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছে। জ্বালানির ঘাটতির কারণে জেনারেটরগুলোও চালানো সম্ভব হচ্ছে না। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আল-আকসা হাসপাতালের পরিচালক ইয়াদ আল-জাবরি জানান, চিকিৎসা সেবা চালু রাখতে প্রতিদিন ৪ হাজার লিটারেরও বেশি জ্বালানি প্রয়োজন। জ্বালানির অভাবে পাওয়ার জেনারেটর বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, ‘আমাদের কয়েক শ রোগী আছেন, যাদের মধ্যে হামলায় আহত ব্যক্তিরা আছেন। এ ছাড়া কিডনি ফেইলর রোগীরা আছেন, যাদের ডায়ালাইসিসের জন্য বিদ্যুতের প্রয়োজন।’

আল-জাবরি আরও বলেন, ‘জ্বালানি ছাড়া হাসপাতালটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তাই আসন্ন সংকটের আগে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ৫০ হাজার লিটার জ্বালানি পাঠানোর আহ্বান জানাচ্ছি। নইলে রোগীদের বাঁচানো যাবে না। বিশেষ করে আইসিইউতে থাকা রোগী, ইনকিউবেটরে থাকা শিশু এবং ডায়ালাইসিস চিকিৎসার ওপর নির্ভরশীল রোগীরা।’

এদিকে উপত্যকাটিতে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর আকাশ ও স্থলপথে চালানো সবশেষ হামলায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অপরদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এ অবস্থায় হামলার মুখে রাফাহ ছাড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা। মাত্র ১৪ দিনে ৯ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d