খেলা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আম্পায়ার বাংলাদেশের সৈকত

আগামী ১ জুন থেকে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে সহ-আয়োজক কানাডা। ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে। এক্ষেত্রে শরফুদ্দৌলাই হবেন প্রথম বাংলাদেশি যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। সৈকতের সঙ্গে সেদিন মাঠে আরও থাকবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। গত বছর আহমেদাবাদে অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ ফাইনালেও মাঠের আম্পায়ার ছিলেন ইলিংওয়ার্থ।

সৈকত-ইলিংওয়ার্থ ছাড়াও উদ্বোধনী ম্যাচের দায়িত্বে থাকবেন আরও তিনজন। ম্যাচটির রেফারির দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন, টিভি বা থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন স্যাম নোগাইস্কি। সেইসাথে চতুর্থ আম্পায়ার হিসাবে দেখা যাবে জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরেকে।

উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচ ছাড়াও বিশ্বকাপের আরও সাতটি ম্যাচ পরিচালনার সাথে যুক্ত থাকবেন সৈকত। এরমধ্যে তিনটি ম্যাচে তাকে দেখা যাবে অনফিল্ড আম্পায়ার হিসেবে। সেইসাথে ২টি ম্যাচে টিভি আম্পায়ার ও ২টি ম্যাচে তাকে দেখা যাবে চতুর্থ আম্পায়ার হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d