বিশ্বব্যাংক দেশের গ্রিন টেকনোলজিতে বিনিয়োগ করতে চায়
বিগত বছরগুলোয় জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো।এ থেকে উত্তরণ এবং আগামী দিনে টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করছে বিশ্বব্যাংক। এরই অংশ হিসেবে বাংলাদেশের গ্রিন টেকনোলজিতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাটি।
সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত দক্ষিণ এশিয়া ইকোনোমিক পলিসি নেটওয়ার্কের ১২তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদোলায়ে সেক বলেন, জলবায়ু সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশের গ্রিন টেকনোলজিতে বিনিয়োগ করবে বিশ্বব্যাংক। তবে এ জন্য খাত সংশ্লিষ্টদের জলবায়ু ইস্যুতে পুরোপুরি নীতি সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিশ্বব্যাংক প্রতিনিধি আরও বলেন, নীতি সহায়তা পেলে বেসরকারি খাত সবুজ টেকনোলজির মাধ্যমে পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রকৃতি নষ্ট হবে আর এমন কোনো প্রকল্পে হাত দিবে না সরকার। জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো হচ্ছে। বাড়ানো হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার।
গ্রিন টেকনোলজিতে প্রচুর বিনিয়োগ দরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের শিল্পায়ন বাড়ছে, এর জন্য জ্বালানির দরকার। সে জন্য নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের প্রচেষ্টা চালানো হচ্ছে।