খেলা

বিসিবির বোর্ড মিটিংয়ে যেসব সিদ্ধান্ত আসবে

দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় পর বিসিবির বোর্ড মিটিং হতে যাচ্ছে। আগামীকাল সোমবার দুপুরে মিরপু্রের শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে শুরু হবে এই আলোচনা। মিটিং শুরুর আগে আজ রোববার এ প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন।

এ সময় তিনি বলেন, ‘আমরা আশা করছি আগামীকাল ৪টায় শুরু হবে বোর্ড মিটিং। আমাদের মিটিংয়ে অর্থনৈতিক ব্যাপারগুলোর পাশাপাশি নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা হবে। এছাড়াও আমাদের স্টেডিয়ামের কাজ নিয়ে বোর্ডকে আপডেট জানানো হবে। স্টেডিয়াম সংশ্লিষ্ট কিছু বিষয় অনুমোদনের জন্য বোর্ডে পেশ করা হবে।’

বিসিবির এই সভায় জরুরী বিষয়, নির্বাচক কমিটি নিয়ে আলোচনা। নিজাম উদ্দিন বলছিলেন, ‘এটা আমাদের এজেন্ডায় রাখা আছে। বোর্ডে আলোচনার পর যদি বলার মতো কিছু থাকে তখন আপনারা জানতে পারবেন। আমাদের সিলেক্টরদের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। এরপর তো মেয়াদ আরও বাড়ানো হয়েছিল। বোর্ডে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।’

‘বাদ দেওয়ার বিষয় নিয়ে তো কেউ আলোচনা করেনি। বিষয়টা হচ্ছে এই কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। যেহেতু মেয়াদ শেষ তো পরবর্তী কমিটিতে কারা থাকবেন সেই বিষয়ে বোর্ডের নীতিগত অনুমোদন দরকার। সেজন্য ব্যাপারটা এজেন্ডায় রাখা হয়েছে।’

এছাড়া এজেন্ডায় থাকবে শেখ হাসিনা স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণের চূড়ান্ত নিলাম। নতুন কোচ নিয়োগ, বিশ্বকাপ ব্যর্থতার পর সেই কমিটির রিপোর্ট, জাতীয় দলের অধিনায়কসহ, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। এছাড়া তামিম ইকবালের খেলা, না খেলাও আলোচনায় আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d