জাতীয়

বুয়েটে অবস্থান নেবে ছাত্রলীগ— কর্মসূচি ঘোষণা

ঢাবি: বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বীর আবাসিক হলের সিট ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বুয়েট শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

এছাড়া, সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গি কালোছায়া থেকে বুয়েটকে মুক্ত করতে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব আয়োজন এবং বুয়েটে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদ্দাম হোসেন জানান, বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘটনা ছাত্রলীগ কখনো সমর্থন করেনি। তিনি বলেন, ‘আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করেছেন, আবরারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে, প্রশাসন বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা বাংলাদেশ ছাত্রলীগ অতীতেও সমর্থন করেনি, বর্তমানেও করে না। বাংলাদেশ ছাত্রলীগ বারংবার বলার চেষ্টা করেছে, বাংলাদেশের মহান সংবিধান ও বুয়েট আইন কোনটিই ছাত্র রাজনীতি বন্ধের এই সিদ্ধান্তকে বৈধতা দেয় না।’

সাদ্দাম হোসেন বলেন, ‘বুয়েটে ছাত্র রাজনীতি পুনরায় শুরু হবে। বুয়েটের রাজনীতি ক্লাস-পরীক্ষা বন্ধ, সেশনজট, র‍্যাগিং-বুলিং দখল-বাণিজ্য, হত্যা-সন্ত্রাসের ছাত্র রাজনীতি নয়। এই ছাত্র রাজনীতি হবে— আধুনিক, যুগোপযোগী, বৈচিত্র্যময়, সৃষ্টিশীল, যুক্তি-তথ্য ও তত্ত্বনির্ভর।’

সাদ্দাম বলেন, ‘উন্নত বিশ্বের দেশগুলোতে এবং বিশ্বের সর্বোচ্চ র‍্যাংকিংধারী বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি কীভাবে পরিচালনা হয় তা থেকে জ্ঞান নিয়ে, নিজেদের চর্চায় সেটি নিয়ে বুয়েট আমাদের ছাত্র রাজনীতিকে পথ নির্দেশ করবে।’

বুয়েটের ছাত্ররাজনীতি কেমন হবে, এর রূপরেখা বর্ণনায় সাদ্দাম হোসেন জানান, ‘বুয়েটের শিক্ষার্থীরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করবে। যে নেতৃত্ব হবে আদর্শিক, দেশাত্মবোধসম্পন্ন এবং যে নেতৃত্ব বুয়েটের শিক্ষার্থীদের মধ্যে থেকেই তৈরি করবে বিশ্বসেরা উদ্ভাবক, উদ্যোক্তা। বুয়েটে আগামী দিনে এমন ছাত্র রাজনীতি পরিচালিত হবে যা প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক বুয়েট শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নামে ব্রেইন ড্রেইন বন্ধ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d