বৃষ্টির ভোগান্তি শেষ, আসছে শীত!
আজ থেকে সারাদেশে আর বৃষ্টির সম্ভাবনা নেই। দুদিন পর থেকে সারাদেশে শীত অনুভূত হতে পারে। তবে শৈত্যপ্রবাহের শঙ্কা নেই- এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, আজ থেকে আর থাকছে না বৃষ্টিপাত। সকাল ৯টার পর থেকে থেমেছে বৃষ্টি।
আবহাওয়া অফিস জানিয়েছে, মেঘ কেটে যেতে সময় লাগবে। শনিবার থেকে সারাদেশ থাকবে রৌদ্রজ্জ্বল। দশ-এগারো তারিখের পর থেকে দেশের কিছুকিছু জায়গায় ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যশোরে, সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭৭ মিলিমিটার। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে, ১৬ ডিগ্রি সেলসিয়াস।