চট্টগ্রাম

বে-টার্মিনালে ৫ বিলিয়ন বিদেশি বিনিয়োগের আশা

অবশেষে প্রস্তুত হয়েছে চট্টগ্রামে সাগরতীরে বে-টার্মিনাল নির্মাণের খসড়া মহাপরিকল্পনা। যা এখন সরকারের অনুমোদনের অপেক্ষায়। যা নির্মিত হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গায়। সম্প্রতি বে-টার্মিনালের খসড়া মহাপরিকল্পনা তৈরি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এ প্রকল্পে বিদেশি বিনিয়োগ আসতে পারে ৫ বিলিয়ন ডলার। তবে এখনও যে ৭৯০ একর ভূমি নিয়ে জটিলতা রয়েছে। এর সমাধান করে দ্রুত নির্মাণকাজ শুরুর তাগিদ বন্দর ব্যবহারকারীদের।

জানা গেছে, বে-টার্মিনালে ১২শ ২৫ মিটার দীর্ঘ ২টি কন্টেইনার টার্মিনাল বানাবে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড এবং সিঙ্গাপুরের পিএসএ। আর ১৫শ মিটারের ১টি মাল্টিপারপাস টার্মিনাল বন্দর কর্তৃপক্ষ তৈরির কথা থাকলেও সেটির নির্মাণেও বিদেশি বিনিয়োগের আভাস দিয়েছেন চেয়ারম্যান। পাশাপাশি জ্বালানি তেল-গ্যাস খালাস ও মজুদের জন্য ১টি টার্মিনাল তৈরিরও আলোচনা চলছে বিদেশি বিনিয়োগে। সবমিলে যা ছাড়াবে ৫ বিলিয়ন ডলার।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল আহমেদ জানান, সহসা এটি সরকারের অনুমোদন পেলে তৈরি হবে চূড়ান্ত মহাপরিকল্পনা।

অবশ্য যে ৮শ’ ৫৮ একরের মধ্যে বে-র্টামিনাল হতে যাচ্ছে তার ৬৬.৮৫ একর এখন পর্যন্ত অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি ভূমির অবমুক্তি এখনও প্রক্রিয়াধীন। তাই দ্রুত কাজ শুরুর স্বার্থে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনের তাগিদ বন্দর ব্যবহারকারীদের।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ জানান, নতুন বে-টার্মিনালে নির্মিত হলে আমরা আরও চার মিলিয়ন কন্টেইনার হ্যান্ডেল করতে পারবো।

তবে সড়কপথ আর রেললাইন তৈরিতে সংকট কেটে গেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d