বেশি রিজার্ভ নাকি মানুষকে ভালো রাখা, কোনটা প্রয়োজন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ‘এখন যদি বলেন রিজার্ভ রক্ষা করতে হবে, বিদ্যুৎ বন্ধ করে দিই, সার-পানি বন্ধ করে দিই। সব বন্ধ করে বসায়ে রাখি, আমার রিজার্ভ ভালো থাকবে। রিজার্ভ বেশি রাখা প্রয়োজন নাকি মানুষের কমফোর্ট, মানুষকে ভালো রাখা বেশি প্রয়োজন?’
বৈশ্বিক সংকটসহ নানা কারণে বাংলাদেশের রিজার্ভ কমছে মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হসিনা প্রশ্ন তুলেছেন, এই রিজার্ভ বেশি রাখা প্রয়োজন নাকি মানুষকে ভালো রাখা প্রয়োজন।
গণভবনে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নে তিনি এ কথা বলেন। জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফরের নানা দিক তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় আসার আগে রিজার্ভ কত ছিল? এক বিলিয়নও ছিল না, ছিল ০.৭৭ বিলিয়ন। আমি যখন ৯৬ সালে সরকার গঠন করি, রিজার্ভ কত ছিল? যেটুকু বেড়ছে আমাদের সরকারের আমলেই আমরা করছি।’
তিনি বলেন, ‘এখন যদি বলেন রিজার্ভ রক্ষা করতে হবে, বিদ্যুৎ বন্ধ করে দিই, সার-পানি বন্ধ করে দিই। সব বন্ধ করে বসায়ে রাখি, আমার রিজার্ভ ভালো থাকবে। রিজার্ভ বেশি রাখা প্রয়োজন নাকি মানুষের কমফোর্ট, মানুষকে ভালো রাখা বেশি প্রয়োজন?’
শেখ হাসিনা বলেন, ‘২০০ ডলারের গম এখন ৬০০ ডলারেও পাওয়াও যাচ্ছে না। রিজার্ভ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে, আামি বলেছি যে, ঠিক আছে যদি বেশি কথা হয়, আগে যেটা ছিল সেখানে এনে তাহলে আবারে নির্বাচন করব। বিদ্যুৎ শতভাগ থেকে কমায়ে ২৮ ভাগে নিয়ে আসব। সবাই একটু টের পাক। বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকব।’