চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

ব্যালট পেপার বিতরণ শুরু হচ্ছে, কাল আসছে রাঙামাটিতে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো শুরু হচ্ছে। সোমবার (২৫ ডিসেম্বর) দেশের ১৩ জেলায় পাঠানো হবে। এদিন গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে রাঙামাটি জেলার ব্যালট পেপারও বিতরণ করা হবে। ব্যালট পেপারের সঙ্গে রয়েছে পোস্টাল ব্যালট পেপারের সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড পাঠানো হবে। অন্যান্য জেলারগুলো পর্যায়ক্রমে আসবে বলে ইসি সূত্রে জানা গেছে।

প্রথম ধাপে ব্যালট পেপার পাঠানো সংক্রান্ত ইসির নির্দেশনায় রিটার্নিং কর্মকর্তার ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত প্রতিনিধিকে (জেলা নির্বাচন অফিসার/সহকারী কমিশনার) প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট ছাপাখানা থেকে ব্যালট পেপার সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে তাদের পরিবহন হিসেবে কার্ভার্ড ভ্যান আনতে বলা হয়। প্রতিনিধিকে তার নিজের পরিচয়পত্র বহনের পাশাপাশি জেলার নির্বাচনি এলাকাগুলোর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ও প্রতীক এবং ভোটার সংখ্যার তথ্য আনতে বলা হয়েছে। এসব তথ্যের সঠিকতা যাচাই করে ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার বুঝে নিতে বলা হয়েছে।

ছাপাখানা থেকে ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট বুঝে নেওয়ার আগে নির্বাচন ভবনের গোডাউন থেকে স্ট্যাম্প প্যাড সংগ্রহ করতে বলা হয়েছে।

নির্দেশনায় ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি শাখায় সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানোর পর ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কোনও অসঙ্গতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে অবহিত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

উল্লেখ্য, নির্বাচনি এলাকায় বা রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট পেপার পৌঁছে গেলেও মহানগর, জেলা ও উপজেলা সদরসহ অধিকাংশ এলাকায় ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দুর্গম পার্বত্য এলাকা, হাওর ও চরাঞ্চলসহ জেলা-উপজেলা-মহানগর থেকে বেশি দূরে অবস্থিত কেন্দ্রে সকালে ব্যালট পাঠানো সম্ভব হবে না, সে বিষয়টি রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করবেন। গত ১৮ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তাদের এই তথ্য জানিয়ে দিয়েছে ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d