ভারতে তাপদাহে ৩ দিনে মৃত্যু অর্ধশতাধিক
ভারতে গত তিনদিনে তীব্র তাপদাহে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির কয়েকটি প্রদেশে কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপদাহ চলছে।
দেশটির উত্তর প্রদেশে গত এক সপ্তাহে তাপদাহে প্রায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে দেশটির শেষ ধাপের ভোটে দায়িত্বপালনকারী কর্মকর্তা, নিরাপত্তারক্ষী ও স্যানিটেশন কর্মীসহ সাধারণ নির্বাচনের সঙ্গে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।
কর্মকর্তারা জানান, ওড়িশা (উড়িষ্যা) প্রদেশে হিট স্ট্রোকে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে।
প্রতি পাঁচ বছর পর এপ্রিল এবং মে মাসে ভারতে তার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছর রেকর্ড তাপমাত্রায় দেশটির ভোটগ্রহণ প্রক্রিয়া তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ১ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত অন্তত ৫৬ জন হিট স্ট্রোকে মারা গেছেন। এ সময়ের মধ্যে প্রায় ২৪ হাজার ৮৪৮ জন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
তবে, রাজ্যভিত্তিক পরিসংখ্যান বলছে, প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।