ভাষা সৈনিককে একুশে পদকের জন্য মনোনীত করেও প্রত্যাহার, সিপিবির নিন্দা
চট্টগ্রাম: ভাষা সৈনিক অধ্যাপক আসহাব উদ্দীন আহমেদকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একুশে সম্মাননা স্মারক পদক প্রদানের জন্য মনোনীত করে আবার সেটা প্রত্যাহার নিয়ে সৃষ্ট ঘটনায় নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা কমিটি।
এমন ঘটনাকে অনভিপ্রেত ও অসৌজন্যমূলক উল্লেখ করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন সিপিবি, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর।
বিবৃতিতে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতিবছর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, সাহিত্য, সংষ্কৃতি, সাংবাদিকতা, চিকিৎসাসহ বিভিন্ন অঙ্গনে অবদান রাখা লোকজনকে একুশে সম্মাননা স্মারক পদক প্রদান করে আসছে। এবারও আমরা পত্রিকান্তরে বিভিন্ন ক্ষেত্রে মনোনীত কয়েকজনের নাম দেখেছিলাম, যাতে ভাষাসৈনিক অধ্যাপক আসহাব উদ্দীনের নামও ছিল।
গত ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ মনোনীতদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেয়া হয়। কিন্তু ওইদিনই আমরা পত্রিকান্তরে জানতে পারলাম, আসহাব উদ্দীন আহমেদের নাম প্রত্যাহার করা হয়েছে।
প্রয়াত ভাষাসৈনিক আসহাব উদ্দীন আহমেদের মতো একজন ব্যক্তিত্বকে একবার মনোনীত করে এবং সেটি পত্রপত্রিকায় প্রকাশের পর আবার প্রত্যাহার করে নেয়ার ঘটনা স্বাভাবিকভাবেই বিবেকবান মানুষদের ক্ষুব্ধ করেছে। এ নিয়ে অনেকের সংক্ষুব্ধ প্রতিক্রিয়া আমাদের দৃষ্টিগোচর হয়েছে, যা আমরা অত্যন্ত স্বাভাবিক বলেই মনে করছি।