চট্টগ্রাম

মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন চট্টগ্রামে

চট্টগ্রামের আনোয়ারা থেকে দেড় লাখ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দের মামলায় তিন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

বুধবার (৫ জুন) ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় দেন। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে হাজির ছিলেন। রায়ের পর সাজামূলে তাদের কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মো. ইব্রাহিম, জাহেদ হোসেন ও মাহমুদুল হক।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৪ ডিসেম্বর সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘির মোড় এলাকা থেকে তিন যুবককে এক লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। দু‘টি মোটরসাইকেলে করে তারা বাঁশখালী-আনোয়ারা সড়কের কালাবিবি দীঘির পাড় এলাকা অতিক্রম করছলো। এ সময় পটিয়া ও আনোয়ারা থানা পুলিশের যৌথ তল্লাশি চালিয়ে তাদের আটকের পর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় তখন পুলিশ বাদী হয়ে আনোয়ারা থানায় তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা পিপি নুরজাহান ইসলাম মুন্না বলেন, ‘২১ জন সাক্ষী সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসাথে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d