চট্টগ্রামরাজনীতি

মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী: নোমান আল মাহমুদ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মাদ্রাসা-শিক্ষাকে স্বীকৃতি দিয়েছেন। এখন মাদ্রাসায় পড়ালেখা করে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে চাকরি করতে পারছেন। আগে কোন সরকারই মাদ্রাসা শিক্ষার্থীদের কথা ভাবেনি। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মাদ্রাসা শিক্ষার আরও উন্নয়নে কাজ করে যাচ্ছে।

শনিবার (২১ অক্টোবর ) সকালে নগরের মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়নের পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের বিষয় বিবেচনায় রেখে দেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসলামের প্রচার-প্রসারে বাস্তবভিত্তিক ও কার্যকরী নানা ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নিজস্ব অর্থায়নে জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ স্থাপন করেছেন।

মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো. শামসুল আলমের সভাপতিত্বে শিক্ষক মাওলানা জহুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডি সদস্য নজরুল ইসলাম, আনিস আহমদ পিয়ারু, মাওলানা ওসমান গনি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, মাসুদ করিম টিটু, কাবেদুর রহমান কচি, আনোয়ার হোসেন বাবুল, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আলমগীর, সাইফুল ইসলাম, মোহাম্মদ ফোরকান প্রমুখ। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ কোরবান আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d