পার্বত্য চট্টগ্রাম

মানিকছড়িতে ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ির মানিকছড়িতে কিশোরীকে জোরপূর্বক গণধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, খাগড়াছড়ি জেলা কমিটি।

শনিবার (২৮অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল খাগড়াছড়ি জেলা শাখা’র সাধারণ সম্পাদক উক্যনু মারমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল কেন্দ্রীয় কমিটি’র সাবেক সহ-সভাপতি মংসাই মারমা, সংগঠনের ওয়ািাইং মারমা, চহ্লাপ্রু মারমা, অংক্রইং মারমা, কংজরী মারমা, উজ্জ্বল মারমা, ছাত্রনেতা কৃপায়ন ত্রিপুরাসহ আরও অনেকে।

এসময় বক্তারা ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

জানা যায়, গত বুধবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে মানিকছড়ি গচ্ছাবিল বাজার থেকে বাড়িতে ফেরার সময় ওঁৎপেতে থাকা তিন জন বখাটে
ভুক্তভোগী কিশোরীকে একা পেয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে হাত-পা বেঁধে জোরপূর্বক গণধর্ষণ করে। এসময় মেয়েটি চিৎকার দিলে গলা কেটে মেরে ফেলার ভয় দেখানো হয় এবং ধর্ষণের ভিডিও ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d