মালয়েশিয়ায় পাচারকালে ৫৭ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ৪
কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকার আস্তানা থেকে ৫৭ রোহিঙ্গা ও এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। তাদের সবাইকে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আস্তানায় জড়ো করেছিল দালাল চক্র।
শুক্রবার (২৪ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা পাহাড়ি এলাকার পাশে মানবপাচার চক্রের আস্তানায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এসময় মানবপাচার চক্রের (ইয়াছিন বাহিনী) প্রধান মো. ইয়াছিনসহ (২৩) চার জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্য গ্রেফতাররা হলেন-টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরগারছড়া জলু সওদাগরের ছেলে মো. জুবায়ের (৩৫), একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর লম্বরীর বাদশা মিয়ার ছেলে নাজির হোছেন (৬১) ও নোয়াখালী বেগমগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের তাজুল ইসলামের ছেলে রামিমুল ইসলাম রাদীদ (৩১)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি এসব তথ্য নিশ্চিত করেছেন।