মিরসরাইয়ে মৌমাছির কামড়ে প্রাণ গেল কৃষকের, আহত ৩
চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে মৌমাছির কামড়ে নুরুল আলম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ কৃষক আহত হয়েছেন।
রবিবার (২৯ অক্টোবর) সকাল দশটায় উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের পূর্ব ডোমখালী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কৃষক নুরুল আলম ওই গ্রামের আলকাঠি পাড়ার আলকাঠি বাড়ির রমজান আলী বেচুর ছেলে। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
অপরদিকে আহতরা হলেন, একই বাড়ির মো. শাহজাজান (৬০), মো. রুবেল (৩০) ও মো. মনির হোসেন (৩২)। আহতদের মধ্যে শাহজাহানকে সীতাকুণ্ড উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর রুবেল ও মনির প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাসেল বলেন, রবিবার সকালে তারা সবাই সবজি ক্ষেখে কাজ করছিলেন। এসময় হঠাৎ মৌমাছির একটি ঝাঁক এসে সবাইকে আক্রমণ করে। মৌমাছির কামড়ে গুরুতর আহত হন কৃষক নুরুল আলম ও শাহাজান। পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে পাশের বাজারে একটি ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে হাসপাতালের উদ্দেশ্যে আনা হচ্ছিল। পথে বড় দারোগারহাট বাজার অতিক্রম করলে নুরুল আলম মারা যান। আর শাহজাহানকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
সাহেরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউসুফ বলেন, সকাল দশটার সময় ফসলের মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এমন সময় একঝাঁক মৌমাছি এসে তাদেরকে আক্রমণ করে। কয়েকজন আহত হন। সবচেয়ে বেশি আহন হন নুরুল আলম। কেননা তাকে শতাধিক মৌমাছি একসাথে কামড় দিয়েছে। আহত হওয়ার ঘন্টাখানেকের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, অনেকগুলো মৌমাছি একসাথে কামড়ের ফলে শরীরে বিষক্রিয়া ছড়িয়ে মৃত্যু হতে পারে। আমাদের এখানে আনার আগেই নুরুল আলমের মৃত্যু হয়। তবে আহত শাহজাহানকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।