মিরসরাইয়ে সড়কের মাটি কেটে খাল ভরাট
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশের মাটি কেটে অবৈধভাবে খাল ভরাটের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বড়তাকিয়া বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম পুরাতন সড়কের পাশে এ ঘটনা ঘটেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিনের লোকজন মাটি কেটে অবৈধভাবে পাশ্ববর্তী খাল ভরাট করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জরিমানা করা হয় এবং রাস্তা পুনরায় মেরামত ও খালের বাঁধ সরিয়ে দিতে নির্দেশ দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, অবৈধভাবে রাস্তার পাশের মাটি কেটে প্রবাহমান ছড়া ভরাট করার অপরাধে অভিযুক্তকে দুই লাখ টাকা জরিমানা করে রাস্তা পুনরায় ঠিক করে দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।