মীরসরাইয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পুলিশ আসার আগেই পলায়ন
চট্টগ্রাম: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে মীরসরাইয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা চালায় বিএনপি’র নেতাকর্মীরা।
বুধবার (১ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বারইয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
তবে পুলিশ আসার আগেই আগুন নিভিয়ে ঘটনাস্থল থেকে অবরোধকারীরা পালিয়ে যায় বলে জানান জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন। তিনি বাংলানিউজকে বলেন, ভোরে তারা রাস্তার পাশে একটি দোকান থেকে টায়ার নিয়ে জ্বালিয়ে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। সব মিলিয়ে তারা প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করে।
এদিকে অবরোধের দ্বিতীয় দিন (বুধবার) মহাসড়কে দূরপাল্লার কোনো পরিবহন দেখা যায়নি। তবে লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত ও মালবাহী যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক।