দেশজুড়ে

মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে

ফেনীর ফুলগাজী উপজেলায় দুই দিনের ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সদরের মুহুরী নদীর বেড়িবাঁধের ৩টি স্থান ভেঙে গেছে। এতে লোকালয়ে ঢুকছে পানি।

সোমবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। এক পর্যায়ে বাঁধ উপচিয়ে ফুলগাজী বাজারে পানি প্রবেশ করে। দোকানে পানি ঢুকে যায়।

রাত পৌনে ১১টার দিকে ফুলগাজী উপজেলায় সদর ইউনিয়নের দৌলতপুর এলাকার ৩টি স্থানে ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। কয়েক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া ভুঞা বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের জন্য শুকনো খাবারসহ দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d