চট্টগ্রামরাজনীতি

‘মেয়র-কাউন্সিলর থাকাকালে মানুষের কষ্ট লাঘব করেছি, বঞ্চিত করিনি’

চট্টগ্রাম সিটির সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম বলেছেন, ‘অতীতে মানুষের পাশে সার্বক্ষণিক ছিলাম, আজও আছি এবং আগামীতেও থাকবো। মেয়র ও কাউন্সিলর পদে দায়িত্ব পালনকালে প্রতিদিন প্রতিমুহূর্তে মানুষের সুখ-দুঃখের কথা শুনেছি, মানুষের দুঃখ-কষ্ট লাঘবের চেষ্টা করেছি, কাউকে বঞ্চিত করিনি।’

শনিবার (৯ ডিসেম্বর) নগরের ৮, ১২ ও ২৪ নং ওয়ার্ডে নানা শ্রেণি-পেশার মানুষ ও পিডিবি জামে মসজিদের মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে সাবেক মেয়র এসব কথা বলেন।

চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম বলেন, ‘আমি সত্য ও ন্যায়ের পক্ষে। দেশে যা কিছু ভাল কাজ হয়েছে এসবের স্বীকৃতি মানুষ দেবে। দেশের মানুষ উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি চান।’

শুভেচ্ছা বিনিময়ে সংশ্লিষ্টদের পক্ষে মতামত তুলে ধরেন— হারুনুর রশীদ মোল্লা, মফিজুর রহমান, মাহবুবুল আলম, মো. আবদুল আজিজ, আবুল কাসেম, মাসুদ পাভেজ, রেজাউল করিম, নুরুল ইসলাম, শাহজাহান, জহির, হুমায়ুন কবির, ইব্রাহীম, হাছান নাছির, সরোয়ার আলম, মো. আকবর, নুরুল আজিম, নুরুল ইসলাম জনি, মো. জুয়েল ও মো. হোসেন প্রমুখ।

এসময় শুভেচ্ছা বিনিময় শেষে মিলাদ, দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন পিডিবি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইব্রাহীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d