মেহেদীবাগে বহুতল ভবনের কার্নিশে আটকা শিশু, ঘণ্টাব্যাপী চেষ্টায় উদ্ধার
চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকার ইকুইটি নামক ১১তলা ভবনের জানালার কার্নিশে আটকা পড়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ওই শিশুকে উদ্ধার করে।
মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ সিভয়েস২৪-কে শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই শিশুর নাম ইশা মনি। বয়স আনুমানিক ১১ বছর। সে কালুরঘাট এলাকায় থাকে বলে জানা গেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা নামাজে ছিলাম। আমাদের প্রতিবেশীর বাসায় মেয়েটি নাকি সন্ধ্যায় এসেছে। যাদের বাসায় ছিলো মেয়েটি তারাও নামাজে ছিল। নামাজ শেষে শুনতে পেরেছি এই ঘটনা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে মেয়েটিকে উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে আমরা সংবাদ পেয়েছিলাম একটি বাচ্চা ছাদের রেলিংয়ে আটকা পড়ে আছে। সাথে সাথে আমাদের পাঁচটি ইউনিট এখানে আসে। সকল ইউনিটের প্রচেষ্টায় বাচ্চাটিকে অক্ষত অবস্থায় আমরা উদ্ধার করতে সক্ষম হই।’
তিনি বলেন, ‘জানালার কার্নিশে বাচ্চাটি বসে ছিলো। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তাকে আমরা উদ্ধার করি।’
ঘটনাস্থলে থাকা পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) শফি উল্লাহ বলেন, ‘আমরা বাসার মালিকের সাথে কথা বলেছি। তবে কী কারণে ওই শিশু এত উপরে উঠেছে সে বিষয়ে তদন্ত শুরু করতে পারিনি। শিশুটির ছাদে আটকা পড়ার খবর ৯৯৯-এ পেয়ে আমরা আসি। একইসাথে ফায়ার সার্ভিস এসে শিশুটিকে অক্ষত অবস্থায় দক্ষতার সাথে উদ্ধার করে।’
শিশুর পরিবারের সাথে কথা বলে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।