চট্টগ্রামরাজনীতি

যুবলীগকর্মী আরমানুলের চোখে গুলি, দায়িত্ব নিলেন আমিন

চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবলীগকর্মী আরমানুল ইসলামকে (২৯) দেখতে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে আরমানুলকে দেখতে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যান আমিনুল ইসলাম আমিন। তিনি গুলিবিদ্ধ আরমানের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। এসময় আহত আমানুলের চিকিৎসায় সার্বিক সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি।

আরমানুলের পরিবার সূত্রে জানা গেছে, সাতকানিয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হোসেননগর গ্রামের বাসিন্দা আরমানুল। নির্বাচনের দিন (৭ জানুয়ারি) রাতে বাড়িতে ঢুকে আরমানুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে আরমানুলের চোখে ও মুখে ছররা গুলি লাগে। তাকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এখন উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হবে। আরমানুলের উন্নত চিকিৎসার জন্য শুরু থেকে সার্বিক সহযোগিতা করে আসছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

গুরুতর আহত আরমানুলের ভাই মোহাম্মদ হাছান বলেন, সংসদ নির্বাচনে আমরা পুরো পরিবার নৌকা পক্ষের কাজ করেছি। আমার ভাই নৌকা প্রতীকের প্রার্থীর এজেন্ট ছিল। ভোট শেষ করে রাতে আমরা বাড়িতে আসি। আমরা সবাই বাড়িতে ছিলাম। রাত ১১টা ৪৫ মিনিটের সময় আমার বাড়ির পাশের জয়নালের নেতৃত্বে ৪০-৫০ জন আমার ভাইয়ের উপর হামলা করে।

হাছান বলেন, ভাইকে গুলির ঘটনায় এখনও মামলা করতে পারিনি। ঘটনার পর সাতকানিয়ার ওসি সাহেবকে কল দিয়েছিলাম। তিনি হাসপাতালে এসে দেখেছেন। আমাদের বাড়ি পরিদর্শন করেছেন। তিনি বলেছেন ভাইকে সুস্থ করে আসেন, তারপর মামলা হবে। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d