আন্তর্জাতিক

যে কারণে স্মার্টফোনের দুনিয়া মাতাবে গুগলের পিক্সেল ৮

গুগলের ফ্ল্যাগশিপ পিক্সেল স্মার্টফোনের বিক্রি অ্যাপলের আইফোনের ধারেকাছেও নেই। তবে বিশ্লেষকদের মতে, এই ফোনগুলোতে অ্যান্ড্রয়েড প্রযুক্তি ও অপারেটিং সিস্টেমের সর্বোচ্চ উপযোগিতা দেখা যায়।

খুব শিগগির বাজারে আসছে গুগলের সফল স্মার্টফোন ব্র্যান্ড পিক্সেলের নতুন মডেল পিক্সেল। এতে থাকছে গুগলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর নানা ফিচার।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

গুগলের ফ্ল্যাগশিপ পিক্সেল স্মার্টফোনের বিক্রি অ্যাপলের আইফোনের ধারেকাছেও নেই। তবে বিশ্লেষকদের মতে, এই ফোনগুলোতে অ্যান্ড্রয়েড প্রযুক্তি ও অপারেটিং সিস্টেমের সর্বোচ্চ উপযোগিতা দেখা যায়।

অ্যান্ড্রয়েড ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো গুগলের অপারেটিং সিস্টেম ব্যবহার করলেও তারা তাদের নিজেদের সুবিধা অনুযায়ী একে কিছুটা বদলে নেন। যার ফলে, স্যামসাং ও শাওমি উভয়ই অ্যান্ড্রয়েড ব্যবহার করলেও ইন্টারফেস ও কার্যকারিতায় অনেক পার্থক্য দেখা যায়।

অপরদিকে, যেসব ব্যবহারকারী সরাসরি গুগলের প্রযুক্তি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা পিক্সেল কিনতে পছন্দ করেন। এছাড়াও, ফটোগ্রাফারদের মাঝেও এই ফোন অত্যন্ত জনপ্রিয়।

নতুন মডেলটিতে টেনসর জি৩ প্রসেসর যুক্ত করা হয়েছে। গুগলের এই নতুন কাস্টম চিপের এআই ও মেশিন লার্নিং সক্ষমতা বেশি। যার ফলে ব্যবহারকারীরা এর মাধ্যমে ফোনে ও ক্লাউডে আরও বেশি পরিমাণ ডাটা নিয়ে কাজ করতে পারবেন।

ফোন বাজারে আনা উপলক্ষে বুধবার নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে গুগলের কর্মকর্তারা জানান, নতুন এআই ফিচারগুলো ফটোগ্রাফি, ওয়েব পেজের সারসংক্ষেপ তৈরি করা ও স্প্যাম কল ব্লক করে দেওয়ার ক্ষেত্রে আরও বেশি কার্যকারিতা দেখাবে।

পিক্সেল ৮ প্রোতে থাকছে একটি থার্মোমিটার অ্যাপ, যার মাধ্যমে প্রথাগত থার্মোমিটারের মতো মানবদেহের তাপমাত্রা মাপা যাবে। তবে এই অ্যাপ ও ফিচার এখনো যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রোর দাম ধরা হয়েছে যথাক্রমে ৬৯৯ ও ৯৯৯ ডলার। এর আগের পিক্সেল ৭ ও ৭ প্রোর চেয়ে উভয় মডেলের দামই ১০০ ডলার করে বেশি ধরা হয়েছে। ১২ অক্টোবর থেকে ফোনগুলো বাজারে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d