রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেছেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, বর্তমান সময়ে শৈত্য প্রবাহের কারণে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে সেই কথা চিন্তা করে রাঙামাটি জেলা পুলিশ জেলার পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দিয়েছেন। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।
শনিবার (২০ জানুয়ারি) জেলা পুলিশের উদ্যোগে রাঙামাটি কোতয়ালি থানার মাঠে শীতার্তদের হাতে কম্বল তুলে দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলীসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সকালে রাঙামাটি কোতয়ালি থানা মাঠে জেলা শহরের বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের ভিড় জমায়। পরে পুলিশ সুপার নিজ হাতে তাদের হাতে কম্বল তুলে দেন।