চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে পাহাড়ধস ঠেকাতে প্রস্তুতি

প্রবল ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় রাঙামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মে) সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক দিদারুল আলম এবং সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ ও এলডিইডির নির্বাহী প্রকৌশলীগণ।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাঙামাটিতে বৃষ্টি এবং পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। যার কারণে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।

ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ঝুকিঁপূর্ণ এলাকায় মাইকিং করা ছাড়াও রাঙামাটি পৌর এলাকায় ২৯টি এবং ১০ উপজেলায় ৩২২ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জেলা সদরসহ প্রতিটি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

এছাড়াও পুলিশ, আনসার, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠনগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d