রাঙ্গুনিয়ায় খাল পার হতে গিয়ে নানি-নাতি নিখোঁজ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় খাল পার হতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ হয়েছে নানি ও দশ বছর বয়সী নাতি।
আজ সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের শিয়ালবুক্কা নামক এলাকার শিয়ালবুক্ক খালে এই ঘটনা ঘটেছে।
ঘটনার পর থেকে স্থানীয়রা এই খাল এবং খাল যেখানে যুক্ত হয়েছে সেই ইছামতী খালেও খোঁজাখুঁজি করছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে আসেন। তবে হঠাৎ বৃষ্টির কারণে খালের পানি বৃদ্ধি পাওয়া এবং পানির স্রোতের কারণে তারা অপেক্ষা করেন ডুবুরি দলের জন্য। বিকেলের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও আসে ঘটনাস্থলে। তারাও উদ্ধার অভিযান চালাচ্ছেন, তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো তাদের পাওয়া যায়নি।
দুপুরে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বেলা সাড়ে ১২ টার দিকে এই নানি ও নাতি খামারবাড়ি যাওয়ার উদ্দেশ্যে খাল পার হওয়ার চেষ্টা করলে পানির স্রোত তাদের ডুবিয়ে ফেলে। সেই থেকে তারা নিখোঁজ হন।
নিখোঁজ এই নারীর নাম রোকেয়া বেগম। তার বয়স ৪৫ এবং তার নাতির নাম ইসমাঈল। ইসমাঈলের বয়স ১০ বছর। এই নারী একই এলাকার বাসিন্দা। আর নাতি নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইউসুফ একুশে পত্রিকাকে বলেন, তারা খালের এপাশ থেকে পার হয়ে অপর পাশে চাষাবাদ করেন। আজ নাতিকে নিয়ে পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। নাতি নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। খালে পানির স্রোত থাকার কারণে তারা এক স্থানে নাও থাকতে পারে, অন্যস্থানে ভেসে যেতে পারে। তাই ঘটনার পর হতে তাদেরকে খুঁজতে খালের বিভিন্ন স্থানে লোকজন রাখা হয়েছে।