পার্বত্য চট্টগ্রাম

রামগড় হানাদার মুক্ত দিবস আজ

স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ একে একে হানাদারদের দখল থেকে মুক্ত হতে শুরু হলে ৮ ডিসেম্বর খাগড়াছড়িতে প্রথম হানাদার মুক্ত হয় তৎকালীন মহকুমা শহর রামগড়। (বর্তমানে খাগড়াছড়ির একটি উপজেলা)।

৬ ডিসেম্বর রামগড়ে পাকিস্তানী হানাদার বাহিনীর ওপর বিমান হামলা করা হলে হানাদারদের মনোবল ভেঙে যায়। এতে তারা অনেকটা দুর্বল হয়ে পড়ে। এরপর ৭ ডিসেম্বর যুদ্ধের প্রস্তুতি নিয়ে ৮ ডিসেম্বর হেমদা রঞ্জন ত্রিপুরা নেতৃত্বে ৩৬ জনের একটি মুক্তি বাহিনী দল ভারতের সাব্রুম হয়ে রামগড়ে প্রবেশ করে। পরে পাকিস্তানি হানাদার বাহিনীদের ওপর আক্রমণ করে।

হানাদার বাহিনীরা মুক্তি বাহিনী সঙ্গে সম্মুখ যুদ্ধে টিকতে না পেরে পিছু হটতে থাকে। পরে নাজিরহাট-ফটিকছড়ি হয়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের দিকে পালিয়ে গেলে প্রথমে রামগড়ের থানা, পোস্ট অফিস, সিও অফিস এলাকা দখল করে নেয় মুক্তি বাহিনীরা। এরপর আস্তে আস্তে করে রামগড়ের পুরো এলাকা মুক্তি বাহিনীদের দখলে এলে, হানাদার মুক্ত হয় রামগড়।

এদিকে রামগড়ে বাংলাদেশের স্বাধীন পতাকা উত্তোলন করে রামগড়কে হানাদার মুক্ত ঘোষণা করে মুক্তি বাহিনীরা। এরপর থেকে প্রতি বছর ৮ ডিসেম্বর রামগড়ে হানাদার মুক্ত দিবস পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d