রামগড়ে উল্টে গেল বেপরোয়া গতির বাসটি, আহত ৩০
শান্তি পরিবহন নামের বেপরোয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝেই উল্টে যায়। এতে আহত হয়েছে ৩০জনেরও বেশি। দুর্ঘটনাটি মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার মাহবুব নগরের জালিয়াপাড়া এলাকায় ঘটেছে ।
বাসটি খাগড়াছড়ি থেকে কুমিল্লা যাচ্ছিল। আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয় বলে আশ্বস্ত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মিজানুর রহমান।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি থেকে কুমিল্লাগামী শান্তি পরিবহন ঢাকা মেট্রো -ব (১৪-১০৪৪) অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝেই উল্টে যায়।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় প্রায় ৩০জন যাত্রী আহত হয়েছে। আহত ব্যাক্তিদের স্থানীয় লোকজনের সহযোগিতায় চিকিৎসার জন্যে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটার পরপরই চালক পালিয়ে গেছে। এতে অনেকেই আহত হয়েছেন। খবর পেয়ে এলাকাবাসী আহতদের সহযোগিতার জন্য এগিয়ে আসে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সকালে খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুমিল্লা যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে সড়কের বাঁকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাসটি উল্টে যায়।’ ওসি আরও জানান, ‘আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়’।
উল্লেখ্য, পাবর্ত্য জেলার জন্য শান্তি পরিবহন নামের এ বাসটি এক ধরনের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। খাগড়াছড়িতে প্রায়ই দুর্ঘটনা ঘটাচ্ছে শান্তিপরিবহন। এর আগে গত ১৫ অক্টোবর খাগড়াছড়ির সাপমারায় এলাকায় শান্তি পরিবহন দুর্ঘটনায় একজনের মৃত্যু ও প্রায় ২৫ জন আহত হয়েছিল। এছাড়া আজ সকালে পানছড়ির লতিবান এলাকায় একটি গাছবাহী ট্রাক উল্টে যায়। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।