রেমালের প্রভাবে উত্তাল সাগর
গভীর নিম্নচাপে পরিণত হওয়া সাগরের নিম্নচাপ রূপ নিচ্ছে প্রবল ঘূর্ণিঝড় রেমালে। বর্তমানে এর অবস্থান পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায়। এটি আরও ঘনীভূত হয়ে শনিবার (২৫ মে) ঘূর্ণিঝড় ‘রেমালে’ পরিণত হতে যাচ্ছে।
আসন্ন ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকার আকাশ মেঘলা। গুমোট অবস্থা বিরাজ করছে। বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে। সাগরের তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। সেই সঙ্গে পানির তীব্রতা বাড়ছে।
সাগরপাড় ও উপকূলের কাছাকাছি অবস্থান করা পর্যটকদের সতর্ক করছে টুরিস্ট পুলিশ। সাগরে নামা ও গোসল করা থেকে বিরত থাকতে মাইকিং করা হচ্ছে।
পটুয়াখালীর উপকূলীয় এলাকা কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে।
ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে। বাতাসের তেমন কোনো চাপ নেই। তবে উপকূলীয় এলাকার অনেক স্থানে যেকোনো অস্থায়ী দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, সমুদ্রে মাছধরার ওপর নিষেধাজ্ঞা চলমান থাকায় অধিকাংশ মাছধরা ট্রলার নিরাপদে রয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। তৎপর রয়েছে স্বেচ্ছাসেবকরা।