রেস্টুরেন্টে শিশুরা ছোটাছুটি করলে গুনতে হবে জরিমানা
শিশুদের নিয়ে রেস্টুরেন্টে গেলে অনেক বেশি সতর্ক থাকতে হয় বড়দের। কখন কোনটা ধরে ফেলে দেয় তা নিয়ে বাড়তি আতঙ্কে থাকতে হয়। আবার অনেক শিশু রেস্টুরেন্টের মধ্যে ছোটাছুটি করে। এতে কখনও কখনও রেস্টুরেন্টে থাকা বিভিন্ন জিনিসের ক্ষতি হয়।
তবে অধিকাংশ রেস্টুরেন্টে শিশুদের ব্যাপারে তেমন কিছু বলা হয় না। কিন্তু যুক্তরাষ্ট্রের একটি রেস্টুরেন্ট শিশুদের এমন দূরন্তপনা মেনে নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের টোকোয়া রিভারসাইড রেস্টুরেন্টের মেনু কার্ডের নিচে লেখা রয়েছে শিশুদের সামলাতে না পারলে জরিমান দিতে হবে। ক্ষেত্রে ৩ ডলার জরিমানা দেওয়া কথা বলা হয়েছে। তবে লেখাগুলো অন্য লেখার মাঝখানে এমনভাবে লেখা, যা ঝট করে চোখে পড়বে না।
মেন্যু কার্ডে আরও লেখা রয়েছে, ‘অসম্মান দেখালে সেবা নয়।’
ওই রেস্টুরেন্টে খাবার পর অনেকে বিল দিতে গিয়ে অবাক হয়েছেন। এরকম একজন হলেন কিল ল্যান্ডম্যান। তিনি অনলাইনে এক রিভিউতে লেখেন, ‘রেস্টুরেন্টের মালিক বেরিয়ে এসে আমাকে বললেন, আপনার সন্তানদের আচরণ খারাপ হওয়ায় আপনাকে অতিরিক্ত ৫০ মার্কিন ডলার দিতে হবে।’