খেলা

রোনালদোকে অনুসরণ করে ১০০ কোটি মানুষ, যা বিশ্বে প্রথম

কিছুদিন আগেই পেশাদার ফুটবলের ৯০০ গোলের মাইলফলক অতিক্রম করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই রেস কাটতে না কাটতেই আরেক রেকর্ড করে বসলেন। তবে তা মাঠের বাইরে সোশ্যাল মিডিয়ায়। সবমিলিয়ে রোনালদোর এখন ১ বিলিয়ন তথা ১০০ কোটি।

গতকাল রাতে এই খবর রোনালদো তার নিজের একাউন্ট থেকেই জানায়। 1B আকৃতির ছবি দিয়েই তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের অনেক ছবি সংযোজন করেন। যেখানে তিনি বলেছেন, ‘১০০ কোটির স্বপ্ন, একটি যাত্রা’।

পোস্টে রোনালদো লিখেছেন, আমরা ইতিহাস সৃষ্টি করেছি, ১ বিলিয়ন অনুসারী আমাদের,এটি একটি সংখ্যার চেয়েও বেশি। এই আবেগ আমাদের ভাগাভাগি করে নেওয়া, খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও অনেক কিছুর প্রমাণ রাখে।

তিনি আরও লিখেছেন, মাদেইরার (পর্তুগালে রোনালদোর জন্মস্থান) রাস্তা থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে এসে আমি আমার পরিবার ও আপনাদের জন্য খেলেছি। যা আমরা একসঙ্গে বর্তমানে ১ বিলিয়নে পরিণত করেছি। প্রতিটি পদে পদে আপনারা আমার সঙ্গে ছিলেন, উত্থান-পতনে সঙ্গী হয়েছেন। এই যাত্রাতে সবাই মিলে একসঙ্গে হয়েছে, আমরা দেখিয়েছি যে অর্জনের কোনো সুনির্দিষ্ট পরিসীমা থাকে না। আমার প্রতি এমন বিশ্বাস, সমর্থন ও জীবনের অংশ হয়ে যাওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।

রোনালদো বর্তমানে ছয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। এর মধ্যে সবচেয়ে বেশি অনুসারী ইনস্টাগ্রামে ৬৩ কোটি ৯০ লাখ, ফেসবুকে আছে ১৭ কোটি ৫ লাখ। এক্সে (সাবেক টুইটার) ১১ কোটি ৩০ লাখ।

এছাড়াও চীনের মালিকানাধীন দুটি সামাজিক যোগাযোগ মাধ্যম কোতেইশু এবং ওয়েইবো ব্যবহার করেন। কোতেইশুতে তার অনুসারী ৯৪ লাখ এবং ওয়েইবোতে ৭৫ লাখ।

৩৯ বছর বয়সী রোনালদো এখন আরেকটি রেকর্ডের অপেক্ষায় আছেন। তার ইচ্ছা ১০০০ গোল করবেন। ইতোমধ্যে ৯০০-এর গণ্ডী পার করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d