কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ‘আরসা’র ৩ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার প্রধান আতাউল্লাহ জুনুনির দেহ রক্ষীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশী অস্ত্র, ১টি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোঃ নুরের ছেলে আবুল হাসিম (৩১), উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে হোসেন জোহার প্রকাশ আলী জোহার (৩২) ও উখিয়ার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর আলমের ছেলে মোঃ আলম প্রকাশ শায়ের মুছা (৩৫)।

বুধবার ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ (এক্সটেনশন) এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আসামিদের উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে।

বুধবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

ধৃত আসামিদের মধ্যে আবুল হাশিম ৭টি, আলী জোহর ২টি ও শায়ের মুছা নামে ৫টি মামলা উখিয়া থানায় রয়েছে। এদের মধ্যে হত্যা, অপহরণ, ছিনতাই মামলা থাকতে পারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d