পার্বত্য চট্টগ্রাম

লামায় জমি নিয়ে বিরোধের জেরে নিহত এক

বান্দরবানের লামা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মো. ওসমান (৪০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মে) লামা উপজেলার সরই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড হাছনাপাড়া এলাকার নেইচ্চার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে । নিহত মো. ওসমান (৪০) একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে ওসমানের পরিবারের সঙ্গে কবিরের পরিবারের বিরোধ চলছিল। এনিয়ে দুপুরে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের নিকটস্থ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওসমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস জানান, তাদের মধ্যে ২০ শতক জমি ও ১০-১২টি গাছ নিয়ে বিরোধের বিষয়টি ইউনিয়ন পরিষদে মীমাংসা প্রক্রিয়া চলমান ছিলো। তবুও উভয় পরিবারের মধ্যে বিবাদের পরিস্থিতিতে আজ সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে ওসমান নামে একজনের মৃত্যু হয়।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে তিনি ঘটনাস্থলে ফোর্স নিয়ে অবস্থান করছেন, মামলা হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। এখনও কাউকে আটক হয়নি তবে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d