শাপলা চত্বরে জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়া হবে না : ড. খ. মহিদ উদ্দিন
শাপলা চত্বরে জামায়াতের মতো দলকে সমাবেশের অনুমতি দেয়া হবে না।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, তারা (জামায়াতে ইসলামী) একটি আবেদন করেছে।এই দলটির বিষয়ে হাইকোর্টের অবজারভেশন আছে।
বুধবার (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।ড. খ. মহিদ উদ্দিন বলেন, যেখানে সমাবেশের অনুমতি দেয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে। আমরা আশা করি সেই দায়িত্বশীলতার জায়গায় তারা থাকবে।
সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনি কাঠামোতে দেয়া শর্তগুলো যেন তারা অনুসরণ করে।ঢাকা শহরে যে কোনো রাজনৈতিক দলের সমাবেশ মাঠে করাই শ্রেয়।বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে সেটিই আমার বলেছি।
রাজনৈতিকদলগুলোকে দায়িত্বশীল আচরণ করার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানান ড. খ. মহিদ উদ্দিন।